স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে এ বছর স্থগিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিভিন্ন সিরিজ। বদলে গেছে পূর্ব নির্ধারিত সূচি। দীর্ঘ বিরতির পর ক্রিকেট মাঠে ফিরলেও এখন পর্যন্ত কোনও দেশই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) এবার ভারতে আয়োজন সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরাতে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ১৩তম আসর।
শুধুমাত্র আইপিএলই নয়, ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচও ভারত এই ভেন্যুতে খেলতে চায় বলে শোনা যাচ্ছে। গুঞ্জন ছড়িয়েছিলো অস্ট্রেলিয়াও সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায়।
তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক কর্মকর্তা। ডেইলি মিররকে তিনি জানিয়েছে, নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন তারা।
অস্ট্রেলিয়ার চারটি ভেন্যুতে চার টেস্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সিএ। যার মধ্যে বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হতে পারে মেলবোর্নে। এমনকি করোনাভাইরাস সংক্রমনের পর প্রথমবারের মতো গ্যালারিতে দর্শকও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন, সব ভেন্যুতেই দর্শক থাকবে। হয়তো গ্যালারি ভর্তি থাকবে না। তবে আমরা স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিবো।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পাসপোর্ট নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।