স্পোর্টস ডেস্ক: ফুটবল ও ক্রিকেটের পর এবার করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাচ্ছে টেনিস টুর্নামেন্ট গুলোও। ইতিমধ্যে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফরাসি ওপেন পিছিয়ে যাওয়ায় বাকি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলো নিয়েও সংশয় দেখা দিয়েছে। এদিকে ইউএস ওপেনও পিছিয়ে দেয়ার আভাস দিয়েছে মার্কিন টেনিস অ্যাসোসিয়েশন।
উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য সূচি অনুযায়ী (২৯ জুন থেকে ১২ জুলাই) টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি বছরের জুনে উইম্বলডন আয়োজনের অনুমতি দেবে না ব্রিটিশ সরকার।
শেষ পর্যন্ত যদি তিনটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টই নতুন সূচিতে আয়োজন করতে হয় তবে এটিপি ও ডাব্লিউটিএ’র অনেক টুর্নামেন্টই বাতিল হয়ে যাবে।
প্রসঙ্গত, ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য ফরাসি ওপেন পিছিয়ে গেছে ২০ সেপ্টেম্বরে। যার ফাইনাল ম্যাচ হবে ৪ অক্টোবর। অন্যদিকে ইউএস ওপেন হওয়ার কথা ২৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ সাতদিনের ব্যবধানে দুটি গ্র্যান্ড স্লাম কোর্টে গড়ানো অনেকটাই অসম্ভব। এর মধ্যে উইম্বলডন পিছিয়ে গেলে সমস্যা আরও বাড়বে বলে বলাই যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।