আন্তর্জাতিক ডেস্ক : যেদিনটিতে উত্তর কোরিয়া প্রথম করোনা প্রাদুর্ভাবের খবর দিয়েছে সেদিনই দেশটি তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানের কোস্টগার্ড তাদের সামরিক বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে তিনটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এই এলাকা থেকেই উত্তর কোরিয়া গত ২৪ মার্চ তাদের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭ ছুড়েছিল। বৃহস্পতিবার ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ৯০ কিলোমিটার ওপর দিয়ে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, দেশে প্রথমবারের মতো করোনার রোগী শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিকে ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ উল্লেখ করে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।