আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যে কয়টি দেশে করোনার তাণ্ডব চলছে তার মধ্যে অন্যতম ইরান। এদিকে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় ইরানের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস মোকাবিলায় ইরানের অর্জিত জ্ঞান ও গৃহিত পদক্ষেপে অভিভূত হয়েছেন ডাব্লিউএইচও-এর পক্ষ থেকে ইরানে পাঠানো বিশেষ প্রতিনিধিদলের প্রধান রিচার্ড ব্রেন্নান।
শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ব্রেন্নান।

রিচার্ড ব্রেন্নান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ইরানের অর্জিত জ্ঞান ও গৃহিত পদক্ষেপে তিনি অভিভূত হয়েছেন।
বিশ্বের অন্যান্য দেশ এ রোগ মোকাবিলায় ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
বিশ্বব্যাপী অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে ডাব্লিউএইচওর এই বিশেষ প্রতিনিধি বলেন, বিশ্বে করোনাভাইরাসের খবর প্রথমবার প্রকাশিত হয় এখন থেকে ৬৭ দিন আগে। অথচ বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইরানে এই ভাইরাস ধরা পড়ার খবর প্রথম প্রকাশিত হয় মাত্র ১৭ দিন আগে।
এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় ইরানের স্বাস্থ্য বিভাগ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন ব্রেন্নান।
তিনি বলেন, করোনাভাইরাসের চিকিৎসা, এই রোগ শনাক্তকরণ এবং অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহীতার সঙ্গে এ সংক্রান্ত তথ্য জনগণকে জানানোর ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগকে সবচেয়ে শক্তিশালী উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিনিধি বলেন, সার্বিকভাবে করোনাভাইরাস মোকাবিলায় ইরান প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ইরানে এখন পর্যন্ত করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক হাজার ৬৬৯ ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


