Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশ করোনা আতঙ্কে কাঁপছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে আছে নারায়ণগঞ্জ। আর করোনা ভাইরাসের কারণে ক্লাস্টার ঘোষণা করা নারায়ণগঞ্জের এক নারী দিয়েছেন সুখবর। একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে গৃহবধূ ফেরদৌসী বেগম জন্ম ফুটফুটে তিনটি সন্তানের জন্ম দেন। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
অবাক করে দেওয়ার মতো সংবাদ হলো, ফেরদৌসীর সিজারিয়ান অপারেশনে অংশ নিয়েছেন চিকিৎসক মা ও তার দুই সন্তান। নারায়ণগঞ্জের গাইনি চিকিৎসক কামরুন্নাহার ও তার ছেলে ডা. সাদ এবং ডা. সামির সফল অস্ত্রোপচারে তিন নবজাতকের জন্ম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



