জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, করোনাভাইরাসের ভীতিকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কেউ অধিক মুনাফা লাভের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে শুক্রবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুম্মার নামাজ শেষে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গণমাধ্যমকে এ কথা জানান।
করোনাভাইরাস যাতে মহামারিতে রূপ না নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে কবরস্থান মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া দেশবাসীর কল্যাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সবার সুস্থতা কামনা করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসায় ৫ হাজার ২৭৫ বার কোরআন খতমেরও ব্যবস্থা করেন তিনি।
জুম্মার নামাজের আগে শামীম ওসমান করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে মুসুল্লিদের প্রতি আহবান জানান। করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখতে মহান আল্লাহ কাছে প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়। এই দোয়া মাহফিলে জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ স্থানীয় মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে সাংসদ শামীম ওসমান করোনা প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে বাজারে গিয়ে মনিটরিং করব। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করবে সেই সমস্ত সুদখোর ও মুনাফাখোরদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।
করোনা আতংকে দ্রব্যসামগ্রী মজুদের হিড়িক তুলে ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের সুযোগ করে না দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে শামীম ওস মান বলেন, মানুষ যদি প্যানিক সৃষ্টি করে তাহলে মুনাফালোভীরা সেই সুযোগ নেবে। সমাজের সকল মানুষের স্বার্থে সুবিধাভোগীদের সেই সুযোগ দেয়া যাবে না।
করোনাভাইরাস মোকাবেলায় সরকার যথেষ্ট তৎপর এবং স্বয়ংসম্পূর্ণ আছে উল্লেখ করে শামীম ওসমান জানান, দেশে খাদ্য ও ওষুধ পথ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইতিমধ্যে সরকার সেই প্রস্তুতি ও ব্যবস্থা রেখেছে। করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, আমরা ৯৮’র ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা সেই সময় মোকাবেলা করেছি। তখন একজন মানুষও খাদ্যের অভাবে মারা যায় নাই। এবারও আল্লাহর রহমতে খাদ্যের অভাবে বা বিনা চিকিৎসায় কারো মৃত্যু হবে না ইনশাল্লাহ।
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করারও আহবান জানান শামীম ওসমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।