স্পোর্টস ডেস্ক : সাবেক সতীর্থ রামনারেশ সারওয়ানের ওপর বেজায় ক্ষেপেছেন ক্রিস গেইল। সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াহসের তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সহকারী কোচ সারওয়ানের হাত আছে বলে মনে করেন ক্যারিবিয়ান বিধ্বংসী এই ব্যাটসম্যান।
আর এজন্য সারওয়ানকে ‘করোনাভাইরাসের চেয়ে খারাপ’ ও ‘সাপের মত বিষাক্ত’ বলে মন্তব্য করেছেন গেইল। কড়া সমালোচনা করতে গিয়ে সারওয়ানের পুরনো কৃতকর্মও তুলে ধরেছেন গেইল।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসে খেলবেন ক্রিস গেইল। তাকে রিটেইন করেনি জ্যামাইকা তালাওয়াস।
দলটির সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও এক বছর যেতে না যেতেই তাকে ছেড়ে দেয়। এজন্য জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ও জ্যামাইকার সহকারী কোচ রামনরেশ সারওয়ানকে দায়ী করছেন স্বঘোষিত ‘ইউনিভার্স বস’। গেইলের মতে, সারওয়ান ইচ্ছে করে তাকে দল থেকে বাদ দিয়েছে এবং অভিযোগ তুলেছেন, সারওয়ান ফ্রাঞ্চাইজির সঙ্গে গেইলের দূরত্ব তৈরি করেছেন।
সিপিএলের প্রথম চার আসর জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন গেইল। পরের দুই আসর খেলেন সেন্ট কিটসের হয়ে। সপ্তম আসরে তাকে আবারও দলে নেয় তালাওয়াস। পুরোনো জার্সিতে ফিরে দ্বিতীয় ম্যাচেই গেইল ১১৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে হাসেনি তাঁর ব্যাট। পুরো মৌসুমে ২৪৩ রানের বেশি করতে পারেননি গেইল। তাঁর বাজে পারফরম্যান্সে ভুগেছে দলও। সবশেষ সিপিএলে জ্যামাইকা ছিল বটম অব দ্য টেবিলে।
পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেওয়া হয়নি বলে বিশ্বাস করেন গেইল। এজন্য সারওয়ানকে দায়ী করেছেন তিনি। নিজের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে গেইল বলেছেন,‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও খারাপ। তালাওয়াসে যেটা হয়েছে সেজন্য তুমি দায়ী কারণ তুমি মালিকপক্ষের সঙ্গে বেশ ঘনিষ্ঠ। তুমি আমার শেষ জন্মদিনে জ্যামাইকাতে এসেছিলে। দীর্ঘ ভাষণও দিয়েছিলে।’
‘সারওয়ান তুমি একটা বিষধর সাপ। তুমি প্রতিহিংসাপরায়ণ। খুবই অপরিণত। তুমি এখনও পিঠের পেছনে কথা বলো। তুমি পরিবর্তনের চিন্তা করছো? তুমি ‘ইউনিভার্স বস’কে দেখনি। আমি আজ এখানে বলছি, এরপর সরাসরি বলব।’ – যোগ করেন গেইল।
গত ফেব্রুয়ারিতে সেন্ট লুসিয়া জুকস দলটি কিনে নেয় আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল ও জমজমাট টুর্নামেন্ট আইপিএলেও গেইল খেলছেন পাঞ্জাবের হয়ে। এখন দুই টুর্নামেন্টে গেইল খেলবেন একই মালিকের হয়ে।
আগামী ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে যথাসময়ে টুর্নামেন্ট হয় কিনা সেটাই দেখার। আয়োজকরা ক্লোজডোরে ম্যাচ আয়োজন করার চিন্তা করছে। পাশাপাশি করোনার কারণে কোনো বিদেশি ক্রিকেটারকে এবার নাও দেখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।