আন্তর্জাতিক ডেস্ক : করোনা আতঙ্কে লকডাউনের মধ্যেই বিশ্বব্যাপী উদযাপন হচ্ছে খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে।
তবে অন্যবারের তুলনায় এবছর উপাসনালয়গুলোর চিত্র বদলে গেছে। দেশে দেশে খালি গির্জায় প্রার্থনা করতে দেখা গেছে ধর্মযাজকদের। অনেক দেশে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে ইস্টার সানডের অনুষ্ঠান।
এদিকে, গতবছরের ভয়াবহ হামলার পর এবার অল্প পরিসরে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠান আয়োজন করা হয়। গেল বছর ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাড়ে তিনশোর বেশি মানুষ নিহত হন দেশটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


