Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে একটা খুশির খবর পাচ্ছে কুয়েতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার সময় বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ৪ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার জন্য নিবন্ধন করেছে।
কুয়েত সরকার দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল অবৈধ অভিবাসীরা নিজ দেশে ফিরে যাবে তাদের প্লেনের টিকেটসহ যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে। নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।