Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট। যার ফলে গৃহবন্দি তারকা ক্রিকেটাররা। কবে মাঠে ফিরবেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন তারা।
এবার সেই অপেক্ষার পালা শেষ হলো আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। মাঠে দলীয়ভাবে অনুশীলনের অনুমতি মিলেছে ক্রিকেটারদের।
রবিবার (৭ জুন) থেকে কাবুল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারি বিধি-নিষেধ মেনে অনুশীলন শুরু করেছে রশিদ খানের দল।
জানা গেছে, প্রায় এক মাসব্যাপী চলবে এই অনুশীলন ক্যাম্প। শীর্ষস্থানীয় প্রায় সব ক্রিকেটার এতে অংশ নেবেন। সেখানে ব্যাটিং, বোলিংসহ দলের সামগ্রিক পারফরম্যান্সের উন্নতির বিষয়টি জোর দেয়া হবে।
২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলা সামনে রেখেই এই ক্যাম্প শুরু করেছে দলটি।
তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।