আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ পোস্ট করেছিলেন। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন। করোনাভাইরাস ও কোরআন এই দুই শব্দকে সম্পর্কিত করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক বিতর্ক তৈরি করে। এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তৎপর হয় আলিপুরদুয়ার থানার পুলিশ। বাড়ি থেকে ওই নেতাকে তুলে নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারের পরেই সন্ধ্যায় ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি বলেন, করোনা ও কোরআনকে সম্পর্ক করে একটি ভয়ঙ্কর পোস্ট করেন রতন তরফদার। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়। তাকে গ্রেফতার করা হয়েছে। এইরকম একটি উত্তেজনাকর পোস্ট আলিপুরদুয়ারে আইন-শৃঙ্খলার অবনতি করতে পারত। নানান সমস্যা তৈরি করতে পারত। সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
রতন তরফদার আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা পুলিশের কাছে কোনো অভিযোগ জানালে সেই অভিযোগ পুলিশ পাত্তাই দেয় না। আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তৎপর হয়ে ওঠে। তবে রতন সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন তা তিনি দেখেননি বলেও জানান এই বিজেপি নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


