করোনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রমজানে সবাইকে দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সবাইকে বলব ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন- এই করোনার হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।

আজ সোমবার সকালে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মতবিনিময়ের আগে দেয়া বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্কুল এখন আমরা খুলব না। শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবো না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সব বন্ধ থাকবে, যদি না করোনা ভাইরাস তখনও অব্যাহত থাকে। যখনই এটা থামবে তখনই আমরা খুলবো।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *