জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় শাখাটিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার শাখাটি লকডাউন ঘোষণা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী উপস্থিত ছিলেন।
পরিমল কুমার সরকার জানান, ১৪ দিনের জন্য শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্যাংকের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী করোনাতে আক্রান্ত হওয়ায় ব্যবসায়ীরাও আতংকিত।
বিরামপুর ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৫ জুন ৩ জন কর্মকর্তা ও দুইজন কর্মচারীর করোনা ভাইরাস সনাক্ত হয়। গতকাল বুধবার আবারো ৩ জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারীর কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। ব্যাংকে ২৪ জন কর্মকর্তা এবং ২১ জন কর্মরত রয়েছেন। ব্যাংকের গ্রাহক সংখ্যা এক লাখের বেশি।
গত ২৫ জুন ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মো. আশেকুর রহমানসহ ৩ জন কর্মকর্তা ও দুইজন কর্মচারীর কভিড-১৯ শনাক্ত হয়। নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর ফলাফল না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। কিন্তু তারা নিয়মিত ব্যাংকে উপস্থিত থেকে কাজ করেছেন। এর ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে প্রথম করোনা শনাক্তের পর লকডাউনের দাবি জানানো হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।