জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সারা দেশে সাত হাজার ৪০২ জন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে সোমবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৯০৪ জন।
পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, এর মধ্যে সোমবার বিকালে রাজবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) থেকে ৫৩ জন করোনা মুক্ত হয়ে ফিরে গেছেন।
সেরে ওঠা পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে ফিরে যাওয়ার আগে পরপর দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন। তাদের সবাইকে ফুল দিয়ে বিদায় জানানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।অনেকেই ইতিমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
এদিকে, জনগণকে সুরক্ষা দিতে গিয়ে এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র্যাব সদস্যসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।
সূত্র জানিয়েছে, মোট আক্রান্ত পুলিশের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই এক হাজার ৯৪৯ জন আক্রান্ত।
সারাদেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন।
এখন পর্যন্ত বাংলাদেশে ৯০ হাজার ৬১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এতে আক্রান্ত হয়ে এক হাজার ২০৯ জন মারা গেছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।