জুমবাংলা ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের সময় সারাদেশে মঙ্গলবার পর্যন্ত মোট ৭ হাজার ২১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবি’র।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ‘মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জন মঙ্গলবার সকাল পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন।’
অপরদিকে, মঙ্গলবার পর্যন্ত ১৮ পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সূত্রটি জানায়।
সূত্র আরও জানায়, মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য।
ইতোমধ্যে, মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৮ হাজার ৯০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে সূত্র জানায়।
বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার সকালে ইউএনবির চট্টগ্রাম সংবাদদাতা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।