জুমবাংলা ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে মন্ত্রী স্বপরিবারে বাসায় আছেন। শারীরিকভাবে তেমন কোনও জটিলতা নেই।
মন্ত্রী ইমরান আহমেদের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চার দিন আগেই করোনা শনাক্ত হয়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও তিন দিন আগে করোনা আক্রান্ত হন। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।