জুমবাংলা ডেস্ক : সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকের চিকিৎসার ব্যয় বহন করবে দেশটির সরকার।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে আইডিসিআর কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট- আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর কোন নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। একইসাথে চীন থেকে এসে অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি। এই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
করোনা ভাইরাস নিয়ে সংবাদ প্রচার- প্রকাশে গণমাধ্যমকে সংবেদনশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান আইডিসিআর পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।