
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম মঙ্গলবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে এই দ্বীপ রাষ্টট্রি নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে। খবর এএফপি’র।
এ পরিবারের ঘনিষ্ঠ সাবেক এক সহকারি এএফপি’কে বলেন, জ্বর হওয়ার পর গাইয়ুম তার করোনাভাইরাস পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি দীর্ঘ তিন দশক ধরে মালদ্বীপের ক্ষমতায় ছিলেন।
৮২ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্ব শক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সকল অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের ও সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



