আন্তর্জাতিক ডেস্ক : পিপিই পরেও দুই নার্সের ভালোবাসা আর মমতার প্রকাশ পেয়েছে করোনায় আক্রান্ত এক মায়ের শিশু সন্তানের যত্নে। ঝুঁকি নিয়ে দুধের শিশুকে সামলানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট শিশুর প্রতি তাঁদের এই সেবাকে অনলাইনে সম্মান জানাচ্ছে অনেকেই।
ঘটনাটি ঘটেছে ভারতের ছড়িশগড়ের রায়পুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে।
মাত্র তিন মাস বয়সের শিশুটির মায়ের শরীরে কয়েকদিন আগে করোনা শনাক্ত হয়। তবে সৌভাগ্যবশত তাঁর দুই সন্তানের করোনা হয়নি। তারই মধ্যে একটি মেয়ের বয়স মাত্র তিন মাস। করোনা আক্রান্ত হওয়ায় মা হাসপাতালে। এমন পরিস্থিতিতে পরিবারকেও হাসপাতালে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে সেই শিশুর দায়িত্ব নিয়েছেন এইমসেরই দুই নার্স।
ভিডিওটি দেখুন নিচে-
ভিডিওটিতে দেখা যায়, পিপিই পরিহীতা দুই নার্স দুধের শিশুটিকে দুধ খাওয়াচ্ছে। আদর করছে। করোনা মহামারিতে শুধু রোগীর শুশ্রূষা নয়, যেন মায়ের ভূমিকাও পালন করছেন তাঁরা।
সূত্র : সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।