বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এ মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনির (Sydney in Australia)একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নিজের করোনা আক্রান্তের খবর সুদূর সিডনি থেকে বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন শাবনূর নিজেই।
বাংলাদেশ সময় সন্ধ্যায় দেশের এক গণমাধ্যমকে শাবনূর জানিয়েছেন, বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (new south wales) ওয়েস্টমেড হাসপাতালে (Westmead Hospital) ভর্তি হয়েছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে।
তিনি জানান, শারীরিক দুর্বলতা ও পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে চেকআপ করতে যান। বাসায় ফেরার পর হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
শাবনূর বলেন, ‘আমার করোনা পজিটিভ ফলাফল আসতেই দেখি বাসার সামনে অ্যাম্বুলেন্স হাজির। এত দ্রুত সেবা পাব, কল্পনাও করিনি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে এখন অবজারভেশনে রেখেছে। নানা ধরনের টেস্ট করিয়েছে। শ্বাসকষ্টের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ার অরুচি আছে।সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাইছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।