করোনায় আক্রান্ত সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য  ড. শ্রী বীরেন শিকদার। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) শিশির সরকার জানান, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ টেস্ট করতে বলা হয়। পরে নমুনা দিলে রাতেই  ফল পজিটিভ আসে।

তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে  ঢাকার সম্মিলিত সামরিক  হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তিনি মাগুরা-২ আসনসহ মাগুরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।