আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মাঝারি ধরনের উপসর্গ রয়েছে।
জেন সাকির পক্ষ থেকে রোববার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার সাকি সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছিলেন। সেসময় তাদের মধ্যে ৬ ফুট দূরত্ব ছিল এবং তারা মাস্ক পরা ছিলেন।
হোয়াইট হাউস জানায়, বাইডেনকে ঘন ঘন করোনার পরীক্ষা করা হয়। সর্বশেষ শনিবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
৪২ বছর বয়সি জেন সাকি ইতালির রোমে জি২০ জোটের সম্মেলন ও স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে বাইডেনের সঙ্গে অংশ নিতে পারেননি।
সাকি বলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সফরসঙ্গী হওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়ার পর তিনি এ সফর বাতিল করেন।
বিবৃতিতে সাকি বলেন, এরপর থেকে আমি কোয়ারেন্টিনে ছিলাম। পরে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রোববার আমার রিপোর্ট আসে পজিটিভ।
জেন সাকি করোনা থেকে সুরক্ষার টিকা নিয়েছেন। তার এখন মাঝারি ধরনের উপসর্গ রয়েছে।
করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৮ লাখ ২৩ হাজার ও মৃত্যু হয়েছে সাত লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।