জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা বিএনপির সভাপতি ফজলুল করিম মিয়া আর নেই। করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।
ফজলুল করিম মিয়ার ছেলে রেজাউল করিম শ্যামল বেপারী বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন বাবা। অবস্থার অবনতি হলে আমরা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করি। গত দুই দিন ধরে অবস্থার আরো অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে নেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক এই দোয়া চাই সকলের কাছে।
ফজলুল করিম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও উপজেলা বিএনপি।
ফজলুল করিম মিয়া ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ডামুড্যার ঐতিহ্যবাহী সেলিম পরিবারের সন্তান। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-পুতি রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।