জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান বাচ্চু। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি তার ছোট ভাই আকতার নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিবারাত ৩টার পরে তার ভাইয়ের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই আজিজুর রহমান বাচ্চু অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই-তিনদিন আগে তার আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়। পরে তাকে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল রাতে তার মৃত্যু হয়।
আজিজুর রহমান বাচ্চু বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নের্তৃত্ব দেন। ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন ও ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এক-এগারোর সময়ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।