জুমবাংলা ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে নবজাতক। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত এই রোগী শণাক্ত হয়েছে যুক্তরাজ্যে।
কিছুদিন আগে তার মা নিউমোনিয়ার শঙ্কা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। শিশুটির জন্মের পর মা ও শিশুকে আলাদা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ইংল্যান্ডের নর্থ মিডলসেক্স হাসপাতালে ওই মায়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু শিশুটির জন্মের পরই করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।
জন্মের কয়েক মিনিট পরে নবজাতকের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে সে জন্মের পরে আক্রান্ত হয়েছে নাকি গর্ভেই আক্রান্ত হয়েছে তা জানা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, যেসব কর্মীরা ওই রোগীর সংস্পর্শে এসেছেন তাদের স্বেচ্ছা আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের আক্রান্ত হওয়ার পেছনের ঘটনা জানার চেষ্টা করছেন।
রয়্যাল কলেজ অব অবসটেট্রিসিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট পরামর্শ দিয়েছ বলেছেন- সুস্থ শিশুদের আক্রান্ত মা থেকে সরিয়ে নেয়ার দরকার নেই, তারা বুকের দুধও খেতে পারে।
স্বাস্থ্যকর্মীরা জোর দিয়ে বলছেন, গর্ভবতী নারী ও শিশুরা এই ভাইরাসের জটিলতার কম ঝুঁকিতে আছেন বরং তাদের উপসর্গগুলো খুবই মৃদু। চ্যানেলআই অনলাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।