জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। ঢামেকে তিনি ১৫ দিন যাবত চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ ডা. সাজ্জাদের মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকে জানান, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
ডা. সাজ্জাদ হোসাইন প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে বিআরবিতে যান। একই দিন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ভেন্টিলেশনে নেয়া হয়।
ডা. সাজ্জাদ হোসেনের স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন চিকিৎসক মারা গেলেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।