জুমবাংলা ডেস্ক: দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান সরকারি ছুটিতে লোকজন ঘরে থাকায় অনেকটাই কর্মহীন হয়ে পড়েছেন রিকশাচালকেরা। দুর্যোগের এমন দিনে অসহায় এসব রিকশাচালকদের পাশে দাঁড়িয়েছে পুলিশ।
এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে শহরের থানা পেট্রোল পাম্প মোড়ে রিকশাচালকের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ ছাড়াও রিকশাচালকদের করোনা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে সচেতন করে পুলিশ। এমন সংকটময় কালে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রিকশাচালকেরা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সেই লক্ষ্য অর্জনের জন্য দেশের সকল পর্যায়ের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


