কৃষিবিদ শিপন দাস, অস্ট্রেলিয়া: করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মানবিক সহায়তার প্রদান করছে রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, অস্ট্রেলিয়া (রুয়া)।
প্রাথমিক পর্যায়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ মিলিয়ে উভয় দেশেই রুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে সরাসরি ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার ও বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা ককরে নগদ অর্থ প্রদান করেছে।
দ্বিতীয় পর্যায়ে সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯০ জন বর্তমান শিক্ষার্থীকে একই প্রক্রিয়ায় তাদের বিকাশ একাউন্টে ২ হাজার টাকা করে প্রদান করে। বিভাগের দুইজন শিক্ষকের রেফারেলের ভিত্তিতে এই টাকা প্রদান করা হয়।
রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জুলফিকার আহমেদ জুমবাংলাকে বলেন, ‘উপহারের পরিমান যত সামান্যই হোক না কেন মানবিক দিক দিয়ে খুব শান্তি অনুভব করতে পারছি কেননা এই করোনা মহামারির সময় আমরা আমাদের প্রিয় ইউনিভার্সিটির ছোট ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরেছি।’
করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংগঠনটির এই অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।