বিশ্বজুড়ে কোভিড১৯ মহামারী যখন ৩ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তখন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এলো এই সংবাদ। জানালেন চিকিৎসা বিশেষজ্ঞরা। বিবিসি, ডেইলি মেইল
রক্তের জমাট বেঁধে যাওয়া, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় থ্রম্বসিস বলা হয়, আরো অনেক প্রাণহানির কারণ হয়ে দাঁড়াবে বলে ডাক্তাররা আশঙ্কা করছেন।
ফুসফুসে তীব্র প্রদাহের কারণে রক্ত জমাট বাঁধছে বলে জানা গেছে। শুধু থ্রম্বসিস নয়, করোনা শনাক্তরা আরো অনেক জটিলতায় আক্রান্ত হচ্ছেন, যার ফলাফল ভয়াবহ হতে পারে। চূড়ান্ত পর্যায়ে এগুলো মৃত্যুই ডেকে আনবে।
গত মার্চে করোনা সংক্রমণ যখন তীব্র আকারে ছড়িয়ে পড়ে, তখন থেকেই ডাক্তাররা খেয়াল করছিলেন, রোগীদের শরীরে রক্ত জমাট বাঁধছে। অন্তত একশ জায়গায় রক্তের জমাট বাঁধা দেখে তারা বিস্মিত ও আতঙ্কিত হয়েছেন।
করোনার কারণে মানুষের শিরার গভীরে থ্রম্বসিস দেখা দিচ্ছে। সাধারণত পায়ের দিকে রক্ত জমাট বাঁধলেও তা ক্রমশ শরীরের ওপর দিকে উঠে গিয়ে জীবনের ঝুঁকি সৃষ্টি করছে। এই রক্ত ফুসফুসের দিকে গেলে রক্তবাহী নালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকখানি।
লন্ডনের কিংস কলেজ হসপিটালের থ্রম্বসিস বিশেষজ্ঞ অধ্যাপক রুপেন আরিয়া বলছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়া করোনা রোগীদের মধ্যে, যাদের আইসিইউ সুবিধাসহ বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে, তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। অনেকের ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাচ্ছে।
তিনি বলেন, নিউমোনিয়া এখন পর্যন্ত করোনা রোগীদের মৃত্যুর প্রধান কারণ। কিন্তু আমাদের এখন সতর্ক হতে হচ্ছে থ্রম্বসিসের ব্যাপারে।
চিকিসাবিজ্ঞানীরা বলছেন, জমাট রক্তের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। অচল হয়ে যেতে পারে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



