জুমবাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে জেলার ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান মোতাহার হোসেন পাটোয়ারি রতনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। খবর ইউএনবি’র।
রবিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বজনরা জানান, তিনি করোনা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জ শহরে রুদ্রগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার পরে বাদ জোহর তাকে নিজ বাড়িতে স্বাস্থবিধি মেনে দাফন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি নাছিরউদ্দীন আহমদ ও সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারি দুলাল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।