জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ ২০ জন রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের।
বুলেটিনে বিভাগভিত্তিক মৃতের সংখ্যা তুলে ধরেন ডা. নাসিমা। তিনি জানান, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে ছয়জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে সাতজন এবং বরিশাল বিভাগে চারজন রয়েছেন।
তিনি জানান, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৩৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭০১ জন করোনায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৯৮ জনের। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন। এই পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৮৯,০০৭ জনের। এতে মোট শনাক্ত হয়েছেন ২,১৬,১১০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।