জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে বেশিরভাগ মানুষ ঘরবন্দি। বন্ধ দোকানপাট, যানবাহন চলাচল। ঠিক সে সময়েই চলছে বেনাপোল সীমান্তে মাদকের কারবার। সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজন মাদক ব্যবসায়ীকে।
সূত্র জানায়, বেনাপোল সীমান্ত থেকে সোমবার ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় দুজন মাদক ব্যবসায়ীকে। তারা হল- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আলীর ছেলে লিটন (২৫) ও খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেনের পুত্র মিকাইল (২০)।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই আলমগীর হোসেন সোমবার বিকেলে অভিযান চালান খড়িডাঙ্গা গ্রামে। সেখান থেকে ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তারের পর যশোর আদালতে পাঠানো হয়েছে।
গত চারদিনে শার্শা ও বেনাপোলে ২৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



