করোনায় দেশে একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় একদিনে সর্বাধিক ১৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। শনাক্তের হার ২৫.৯০%।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।