নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩,১৩৪ জনে।
আজ শুক্রবার (০৮ মে) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ২৪ ঘন্টায় ৩৫টি ল্যাবে ৫৯৪১টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২০৬ জনের মৃত্যু হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।