Advertisement
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা ডিভিশনে সবচেয়ে বেশি আক্রান্ত ৮৫ শতাংশ। এরপর সারাদেশে। ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা সিটি সবচেয়ে বেশি। এরপর নারায়নগঞ্জ, গাজীপুর ও নরসীংদি।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত কাল ছিলো ৫৫টি জেলা। আজ আরো তিনটি সংক্রমিত হয়েছে। এই নতুন তিন জেলা খুলনা বিভাগের।
ডা. নাসিমা সুলতানা বলেন, সারাদেশে কোয়ারেন্টাইনের জন্য ৬শোর বেশি প্রতিষ্ঠান প্রস্তুত আছে। যাতে ৩০ হাজার ৬’শ ৩৫ জনকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।