স্পোর্টস ডেস্ক: চলতি মাসে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছিল পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের। আর আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসেছে তার ফলাফল। পরীক্ষায় সকলেই নেতিবাচক প্রমাণিত হয়েছেন।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে অনুশীলন শুরু করতে আর কোনও বাধা নেই ক্রিকেটারদের।
বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের সকল খেলোয়াড়ের কোভিড-১৯ নেতিবাচক প্রমাণিত হয়েছেন। পরীক্ষার নেতিবাচক ফলাফলের পরেই টিম খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের লাহোরের একটি স্থানীয় হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই পাকিস্তান পৌছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আইসিসির বেধে দেয়া বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হচ্ছে না রোডেশিয়ানদের।
৩০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে পাকিস্তান। একই ভেন্যুতে ১ এবং ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
অন্যদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৭ নভেম্বর থেকে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১০ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টির মাধ্যমে সফর শেষ করবে রোডেশিয়ানরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।