জুমবাংলা ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির মুখপাত্র রাহাত আনোয়ার।
করোনা আক্রান্ত হয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি আছেন সাজ্জাদ হোসেনের স্ত্রীও।
ডা. সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৬ জন চিকিৎসক। এদের মধ্যে ৩১ জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি পাঁচজনের মধ্যে করোনার উপসর্গ ছিল।
দেশে করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। রোগীদের সেবা দিতে গিয়ে এসব স্বাস্থ্যকর্মী নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি তাদের থেকে রোগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।