স্পোর্টস ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে নতুন করে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের মতো এবারো বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। দিন গণনা শুরু হলেও আদৌ অলিম্পিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের শাসকদল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য তোশিহিরো নিকাই বলেছেন, ‘অলিম্পিক বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তবে সফল অলিম্পিক আয়োজন করা জাপানের দায়িত্ব। আমাদের সামনে বিরাট সুযোগ। সেটা কাজে লাগাতে আমরা মরিয়া। একইসঙ্গে আমাদের সামনে এখনও অনেক প্রস্তুতি বাকি আছে।’
গত বছর করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। এবছর টুর্নামেন্টটি আয়োজনে আশাবাদী ছিলেন আয়োজকেরা। জাপানে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে। দিন গণনাও শুরু হয়ে গেছে। যা আগের সমস্ত ঢেউয়ের থেকে মারাত্মক। ফলে ১০০ দিনেরও কম বাকি থাকলেও অলিম্পিক বাতিল হয়ে যেতে পারে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।