স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের বড় বোন ও ক্রিকেটার তামিম ইকবালের ফফু সাজলা আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার ভোর পাঁচটায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তবে করোনার কারণে বোনকে শেষবারের মত দেখতেও পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পরিবারের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন তিনি। মহামারীতে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অংশ নিতে পারছেন না বোনের জানাযায়ও। তবে মরহুমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আকরাম খান বলেন, ‘আজকে আমার বড় বোন মারা গেছেন। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমাদের অনেক বড় পরিবার, ৭ ভাই ৫ বোন। আজকে একজন বোন মারা গেলেন। জানাযায় যেতে পারিনি। আমি তো চট্টগ্রামে। তাড়াতাড়ি জানাযা দিয়ে দিতে হবে। আপনাদের সবার কাছে তার জন্য দোয়াপ্রার্থী। আমরা বাকিরাও যেন সুস্থ থাকতে পারি।’
মরহুমা তার ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী ছাড়াও দুই ছেলে সন্তান রেখে গেছেন। করোনায় আক্রান্ত খান পরিবারে সাজেদা আলীর মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আকরাম শারীরিকভাবে এখনো সুস্থ আছেন। নাফিস ইকবালের পরিবারের যারা করোনায় আক্রান্ত, এখনো স্থিতিশীল আছেন তারাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।