জুমবাংলা ডেস্ক : জেলার কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল হাই মুন্সী (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃতের স্বজনরা জানান, আব্দুল হাই মুন্সী ৩১ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ২ জুন তার করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, চাঁদপুরে ৩ পুলিশ সদস্যসহ আরও ৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাইমচরের ৪ জন ও মতলব দক্ষিণের ২ জন রয়েছেন।
হাইমচরে আক্রান্তদের মধ্যে ওসিসহ ৩ জনই পুলিশ সদস্য বলে তিনি জানান ।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো সাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার আইইডিসিআর থেকে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬টি পজিটিভ, ৪৩টি নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।