জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আবু হেনা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু হেনা সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী। তিনি জানান, করোনা থেকে তিনি সুস্থ হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ পরপর কয়েকবার তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে আর বাঁচানো যায়নি।
তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তিনি ২০০১ সালে রাজশাহী-৪ বাঘমারা আসনের সংসদ সদস্য ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।