আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকা থেকে প্রায় দু’শ জনের নামে বাদ পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমালোচনা শুরু হতেই নড়েচড়ে বসেছে চেন্নাই প্রশাসন৷
করোনায় মৃত্যু হওয়ার দাবি উঠলেও অন্তত দু’শ জনের নাম সরকারি হিসেবে না থাকায় চাঞ্চল্য তৈরি হয়৷ কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু প্রশাসন৷
গতকাল বুধবারের রিপোর্ট অনুযায়ী- তামিলনাড়ুতে এখন পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। যার মধ্যে ২৬০ জন চেন্নাই থেকে৷ প্রতিদিন নিয়ম করে চেন্নাই করপোরেশন থেকে সরকারের হিসাবের খাতায় এই সংখ্যাগুলো পাঠানোর কোনো বন্দোবস্ত নেই। সে কারণে এমন তালগোল হওয়ার দাবি করেছেন একজন কর্মকর্তা।
করোনায় মৃতের সংখ্যা কম দেখানো বা তথ্য গোপন করার অভিযোগ উড়িয়ে দিয়ে তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জানান, এটা কোনোভাবেই সম্ভব নয়৷ এরই মধ্যে ৯ সদস্যের এক দল পুরো ঘটনা খতিয়ে দেখছে৷ তদন্ত হচ্ছে৷
তিনি আরো জানান, আমরা সংখ্যা লুকাতে চাই না, সেটা সম্ভবও নয়৷ সঠিক তথ্যের জন্য প্রতিদিন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে হিসাব নেওয়া হচ্ছে৷ এখন যেহেতু দু’শ জন মৃতের হিসেবে গরমিল রয়েছে, তাই তদন্ত হবে।
তামিল নাড়ুর স্বাস্থ্য সচিব বিলা রাজেশ আরো বলেন, করোনা সংক্রমণ এবং লকডাউনের জন্য কর্মী সংখ্যা কম৷ তাই ঠিক মতো জন্ম ও মৃত্যুর তালিকা আপডেট করা সম্ভব হচ্ছে না।
যারা রয়েছেন, তাদের বহু জায়গা সামলাতে হচ্ছে। তিনি আরো বলছেন- করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তথ্য একত্রিত করতে কিছুটা সময় লাগছে৷ সে কারণে হয়তো সংখ্যায় এই ‘ভুল’ হতে পারে৷
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।