জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে মারা যাওয়া সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের স্ত্রী ও তার পুত্র আবীরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অবশ্য প্রথম নমুনা পরীক্ষায় তাদেরকে নেগেটিভ বলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় বার পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। অর্থাৎ তাদের দেহে করোনা শনাক্ত হয়।
রাত একটার সময় তাদেরকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
উল্লেখ, গত ২৮ এপ্রিল, মঙ্গলবার রাতে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যান সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর খোকন। দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।
তিনি জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে সেদিনই হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।
হুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।