জুমবাংলা ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ঢাকায় বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়া হবে। সোমবার সেখানে জানাজা শেষে সুপ্রিম কোর্টের এ আইনজীবীকে দাফন করা হবে।
অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য ভুক্ত হন। পরে ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।