Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। খবর ইউএনবি’র।
মৃত মোহাম্মদ জাহিদ (৪৫) জেলার হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মো. ফিরোজের ছেলে।
জাহিদের মেয়ে জান্নাতুল ফেরদৌস ইউএনবিকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা গত বৃহস্পতিবার সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব আমিনুল ইসলাম জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী জাহিদ করোনায় মারা গেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাগজপত্রসহ আবেদন করা হয় তাহলে বাংলাদেশ সরকার পরিবারকে তিন লাখ টাকা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।