Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিসহ নানা কারণে গত ৯ মাসে ৫.৮ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির দেয়া আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির রাজস্ব এসেছে ৩.১ বিলিয়ন ডলার; গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ১৮ শতাংশ কম। এর মধ্যে উবারের রাইড শেয়ারিং থেকে আয় কমেছে ৫৩ শতাংশ তবে একই সময়ে কোম্পানিটির খাদ্যপণ্য সরবরাহ থেকে আয় বেড়েছে ১২৫ শতাংশ।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, উবারের অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা নেলসন সাই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি জানান, উবার আত্মবিশ্বাসী যে আগামী বছর শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থানে চলে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।