জুমবাংলা ডেস্ক : করোনা আক্রান্ত এক যাত্রীকে নিয়ে শুক্রবার ঢাকায় অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। কিউআর-৪১৯ ফ্লাইটে আসা ওই যাত্রীকে পরীক্ষার পর করোনা ধরা পড়ে।
ওই যাত্রীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার বাহাদুগার গ্রামে। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান এ তথ্য জানিয়েছেন। তবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বিষয়টি তাদের জানা নেই।
করোনার দ্বিতীয় ঠেকাতে গত ৪ ডিসেম্বর থেকে বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ ছাড়া যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে তার দায়দায়িত্ব বহন করতে হবে। শুক্রবার দেশে ফেরা কাতার এয়ারওয়েজের যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল।
নতুন নিয়ম অনুযায়ী দেশে আসা কোনো যাত্রী করোনা উপসর্গ থাকলে ‘নেগেটিভ’ সনদ থাকলেও তাকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। যাদের উপসর্গ থাকবে না, তাদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টানে’ থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।