Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। করোনাকালে অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছিলেন শহীদ আফ্রিদি, নিজের গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে। তবে এবার করোনার শিকার হলেন তিনি, কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
নিজের ভেরিফাইড টুইটার আইডিতে শহীদ আফ্রিদি টুইট করে জানান এই খবর। তিনি লেখেন, ‘আমি গত বৃহস্পতিবার থেকে ভাল বোধ করছি না। আমার শরীরে ভয়াবহ ব্যাথা অনুভব করছি। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যবশত আমি কোভিড পজিটিভ। সকলের দোয়া
চাই দ্রুত আরোগ্য লাভের জন্য, ইন শা আল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।