করোনা আক্রান্ত হয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক

জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শুক্রবার (২৬ জুন) রাতে ফেসুবক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে বিপ্লব বড়ুয়া লেখেন, আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি। কাউকে জানানোর মতো তেমন কিছু নয়, আমি এবং আমার পরিবারের সব সদস্য পরম করুণাময়ের কৃপায় ও আপনাদের সবার আশীর্বাদে এখনও পর্যন্ত ভালো আছি। আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারব বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।

এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *