করোনা ভাইরাসকে রুখতে শহরের পর শহরে চলছে লকডাউন। লকডাউনের কারণে অনেক মানুষই আগে থেকে খাবার কিনে রেখেছেন। কিন্তু এতো চাহিদার মধ্যেও দু’টি পণ্যের বাজার খুবই খারাপ যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনার লকডাউনের কারণে পাস্তা, টয়লেট রোল, ময়দা, চাল ও ডাল কিনে রেখেছেন সারা বিশ্বের অনেক মানুষই। এই পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সম্প্রতি। কিন্তু আগে সবচেয়ে বেশি বিক্রি হতো গাম ও মিন্ট জতীয় পণ্য। আর বর্তমানে এই দুটি পণ্য কেউ ছুঁয়েও দেখছেন না। কারণ এই পণ্যগুলোর কোনো প্রয়োজন নেই।
অস্ট্রেলিয়ার সুপার মার্কেট চেইন কোলস বলছে, কভিড-১৯-এর বিস্তার কমিয়ে দেওয়ার জন্য সরকার লকডাউন ব্যবস্থা চালু করেছে। এরপর থেকে এই দুটি আইটেমের চাহিদা হ্রাস পেয়েছে। বর্তমানে এই দুই পণ্যের চাহিদা নেই বললেই চলে।
যুক্তরাজ্যে গত মাসে ‘অত্যাবশ্যক’ আইটেমের দাম ৮ শতাংশ বেড়েছে। পোষা প্রাণীর খাবার, চাল ও শাক সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে। করোনার মহামারির কারণেই পণ্যগুলোর দাম বেড়েছে। তবে গাম ও মিন্ট জতীয় পণ্যের চাহিদা ব্যাপকভাবে কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।